You can edit almost every page by Creating an account. Otherwise, see the FAQ.

এ জেড এম মাইনুল ইসলাম

From EverybodyWiki Bios & Wiki

এ জেড এম মাইনুল ইসলাম
A Z M Mainul Islam.jpg A Z M Mainul Islam.jpg
Born (1984-12-31) 31 December 1984 (age 40)
চাঁদপুর, বাংলাদেশ
🏡 Residenceঢাকা, বাংলাদেশ
🏳️ Nationalityবাংলাদেশী
🏫 Educationগণযোগাযোগ ও সাংবাদিকতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়
💼 Occupation
🏅 Awardsএফবিজেও বেস্ট অ্যাওয়ার্ড- ২০২২ ইন্দো-বাংলা-নেপাল ইন্টারন্যাশনাল মিডিয়া কনক্লেভ-২০২৩

এ জেড এম মাইনুল ইসলাম (English: A Z M Mainul Islam) একজন বাংলাদেশী লেখক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী; যিনি বর্তমানে 'ক্রাইম প্রতিদিন' পত্রিকার সম্পাদক এবং 'অপরাধ মুক্ত বাংলাদেশ চাই' সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২২ সালে 'এফবিজেও বেস্ট অ্যাওয়ার্ড' এবং ২০২৩ সালে 'ইন্দো-বাংলা-নেপাল ইন্টারন্যাশনাল মিডিয়া কনক্লেভ' লাভ করেন [1] [2] [3] [4]

প্রারম্ভিক জীবন

এ জেড এম মইনুল ইসলাম ১৯৮৪ সালের ৩১ ডিসেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা মোঃ নুরুল ইসলাম ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মা মনোয়ারা বেগম গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। বর্তমানে তিনি ঢাকার মিরপুরে বসবাস করেন [5]

শিক্ষা জীবন

এ জেড এম মাইনুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন [6] [7]

কর্ম জীবন

সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু হলেও এ জেড এম মইনুল ইসলাম একজন সফল ব্যবসায়ী ও সমাজ সেবক। তিনি মানুষের কাছে 'মানবতার ফেরিওয়ালা' হিসেবে পরিচিত। তিনি বর্তমানে, 'ক্রাইম প্রতিদিন' এর সম্পাদক, 'ক্রাইম প্রতিদিন পাবলিকেশন' এর প্রকাশক, 'অপরাধ মুক্ত বাংলাদেশ চাই (অমুবাচা)' এর চেয়ারম্যান, 'পলাশ (বিডি) কর্পোরেশন প্রাইভেট লিমিটেড' এর ব্যবস্থাপনা পরিচালক, 'সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)' এর কার্যনির্বাহী সদস্য, 'ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)' এর সাংগঠনিক সচিব, 'লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল' এর সদস্য, 'কাফরুল প্রেসক্লাব' এর সভাপতি, 'মিরপুর প্রেসক্লাব' এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন [8] [9] [10] [11].

প্রকাশিত বই

  • ১. আর কত কাঁদাবে তুমি
  • ২. অপরাধ পরিসংখ্যান
  • ৩. শতবর্ষে মুজিব [12].
  • ৪. অসমাপ্ত রাজনীতি [13].

পদক ও সম্মাননা

অদেখা-অজানা করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ যখন ঘরে বন্দি, প্রিয়জনকেও এড়িয়ে চলেছেন, সেই সময়ে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ। তখন তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং আর্সেনিকাম অ্যালবাম ৩০ বিতরণ করেন [14]

করোনাকালে কঠিন এই দায়িত্ব পালন করায় সব মানুষের প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি পেয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) কতৃক 'এফবিজেও বেস্ট অ্যাওয়ার্ড-২০২২' এবং সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) কর্তৃক 'ইন্দো-বাংলা-নেপাল ইন্টারন্যাশনাল মিডিয়া কনক্লেভ-২০২৩' [15]. [16]. [17]. [18]. [19]

সামাজিক যোগাযোগ

তথ্যসূত্র

  1. করোনাযোদ্ধা লায়ন এ জেড এম মাইনুল ইসলামকে সম্মাননা প্রদান. [1].
  2. Corona warrior Lion A Z M Mainul Islam received special honor. [2].
  3. এবার আন্তর্জাতিক সম্মাননা পেলেন লায়ন এ জেড এম মাইনুল ইসলাম. [3].
  4. Lion A Z M Mainul Islam Received International Honor. [4].
  5. তিনি ১৯৮৪ সালের ৩১শে ডিসেম্বর ইলিশের বাড়ি চাঁদপুরে জন্ম গ্রহন করেন। [5].
  6. Department of Mass Communication and Journalism Rajshahi University. [6].
  7. A Z M Mainul Islam. [7].
  8. Famous humanitarian peddler Lion A Z M Mainul Islam Palash then risked his life and distributed free soap, hand sanitizer, mask and Arsenicum Album 30 to prevent covid-19 corona virus. [8].
  9. ৫৮৪ জনের মাঝে করোনার প্রতিরোধক বিতরণ. [9].
  10. কাফরুলে করোনার প্রতিরোধক বিতরণ. [10].
  11. ভাষানটেকে ক্রাইম প্রতিদিনের উদ্যোগে করোনার প্রতিরোধক বিতরণ. [11].
  12. শতবর্ষে শত টাকায় “শতবর্ষে মুজিব”. [12].
  13. তাঁর বই, আর কতো কাঁধাবে তুমি (উপন্যাস), অপরাধ পরিসংখ্যান (২০০৫-২০১৬ পর্যন্ত অপরাধের তথ্য), সমৃদ্ধি প্রবৃদ্ধি ও উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগ (আওয়ামী লীগের ১৮ বছরের উন্নয়ন, ৭২-৭৫, ৯৬-২০০১, ২০০৮-২০১৯), শতবর্ষে মুজিব (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী), অসমাপ্ত রাজনীতি (গবেষণা মূলক). [13].
  14. Famous humanitarian peddler Lion A Z M Mainul Islam Palash then risked his life and distributed free soap, hand sanitizer, mask and Arsenicum Album 30 to prevent covid-19 corona virus. [14].
  15. Corona warrior A Z M Mainul Islam received special honor. [15].
  16. A Z M Mainul Islam Received International Honor. [16].
  17. করোনাযোদ্ধা লায়ন এ জেড এম মাইনুল ইসলামকে সম্মাননা প্রদান. [17].
  18. এফবিজেও বেস্ট অ্যাওয়ার্ড পেলেন লায়ন এ জেড এম মাইনুল ইসলাম. [18].
  19. আন্তর্জাতিক সম্মাননা পেলেন লায়ন এ জেড এম মাইনুল ইসলাম. [19].