You can edit almost every page by Creating an account. Otherwise, see the FAQ.

কবি শাহিন আলম

From EverybodyWiki Bios & Wiki

কবি শাহিন আলম (জন্ম: ৩১ ডিসেম্বর, ১৯৯৭) হলেন একজন বাংলাদেশী কবি, গীতিকার, সুরকার,লেখক, অভিনেতা ও ইউটিউবার। তার লেখা গীত "কলিজা আঙ্গার" গানটি ভারতের আসামে সংগীত রেকর্ড লেবেল মাটির খাঁচাতে প্রকাশিত হয়। তার লেখা প্রথম গীত "তোমার ফটো" গেয়েছেন ইউকে প্রবাসী সংগীতশিল্পী আকিক হারুন। গানটি টিকটকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও বিভিন্ন অনলাইন নিউজপোর্টালে তার লেখা কবিতা প্রকাশিত হয়।

কবি শাহিন আলম
File:Kabi Shahin Alam.jpegKabi_Shahin_Alam.jpeg Kabi_Shahin_Alam.jpeg
Native nameকবি শাহিন আলম
Bornশাহিন আলম
(1997-12-31) 31 December 1997 (age 27)
ঘাসিটুলা, লামাপাড়া, সিলেট.
🏡 Residenceবাংলাদেশ
🏳️ Nationalityবাংলাদেশী
Other namesকবি শাহিন
🏫 Educationউচ্চ মাধ্যমিক
🎓 Alma materসিলেট সরকারি টেকনিক্যাল ও কলেজ
💼 Occupation
📆 Years active  ২০১৫ - বর্তমান
Known forকবি, গীতিকার, সুরকার, অভিনেতা, লেখকইউটিউবার.
🏡 Home townগ্রাম: আমবাড়ী, উত্তর বড়দল, ডাকঘর- কাউকান্দি বাজার, পোস্ট কোড- ৩০৩০ থানা- তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ
Height৫ ফুট.৬ ইঞ্চি"
💪 Weight৫৯ কেজি. ৫৯ কেজি.


জন্ম ও প্রাথমিক জীবন[edit]

কবি শাহিনের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। তবে তিনি ১৯৯৭ সালের ৩১ ডিসেম্বর সিলেট বিভাগের ঘাসিটুলা লামাপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুর রউফ একজন সাধারণ ব্যবসায়ী ও প্রাক্তন মঞ্চ অভিনেতা ছিলেন এবং মাতা শাহানা বেগম একজন সাধারণ সমাজকর্মী ও গৃহিণী। তার ছোটো দুই ভাই শাকিল ও সাকিব রাকিব একমাত্র বড় বোন জোনাকি আক্তার।

ব্যক্তিগত জীবন[edit]

পরিবারের ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয় তম সন্তান। বর্তমানে তিনি অবিবাহিত। তিনি সাহিত্য বিষয়ক ও স্ব ধর্মীয় বই পড়তে ভালোবাসেন। কবি শাহিনের সবচেয়ে কাছের প্রিয় বন্ধুগণ হলেন অর্পণ সরকার, খালেদ হোসাইনসজিব আহমেদ। তার ব্যক্তিজীবনে তারা অনেক নিঃস্বার্থ উপকার করেছেন, যা তিনি আমৃত্যু জীবন পর্যন্ত স্মরণ রাখবেন।

শিক্ষা জীবন[edit]

পিতা মাতার হাত ধরে শিক্ষাজীবনের শুরুতে ধর্মীয় শিক্ষায় প্রবেশ করেন। তিনি প্রথমে মাসজিদের মক্তবে আরবী ও বাংলা ভাষার পড়াশোনা করেন। সেই সময়ের মাসজিদের প্রধান হুজুরের উদ্যোগে বৃহত্তর জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় দুই বছর পড়াশোনা করেন। তিনি ইংরেজি মাধ্যম ভাষা নিয়ে পড়াশোনা করে ২০১৫ সালে বেসরকারি পর্যায়ের কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ইউসেপ ঘাসিটুলা স্কুল থেকে অষ্টম শ্রেণি পাশ করে প্রাথমিক শিক্ষা পর্যায় সম্পন্ন করেন। এরপর তিনি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে ২০২০ সালে সরকারি পর্যায়ের কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক (পাশ) ও উচ্চ মাধ্যমিক (পাশ) পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করে শিক্ষা জীবনের ইতি টানেন।

কর্ম জীবন[edit]

তিনি শিক্ষাজীবনকে ভালোবেসে পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দোকানে কর্মচারী হিসেবে সামান্য বেতনে কাজ করেছেন। এরপর তিনি কাজের সুবাদে সংগীত ও বিনোদন জগতে জড়িয়ে যান।

নাটিকা[edit]

২০২০ সাল থেকে তিনি পাড়া-প্রতিবেশীদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে কন্টেন্ট মূলক নাটকে অভিনয় করেছেন।

নাটিকার তালিকা[edit]

সংখ্যা নাটিকা গল্প লেখক পরিচালক ইউটিউব চ্যানেল ভাষা
শিল্পী নিয়ে বিবাদ আদিল হাসান আদিল হাসান গ্রীন সিলেট মিডিয়া সিলেটি আঞ্চলিক
গার তেরা মনির আহমেদ মনির আহমেদ গ্রীন সিলেট মিডিয়া সিলেটি আঞ্চলিক
বেতালা পল্টি মনির আহমেদ মনির আহমেদ গ্রীন সিলেট মিডিয়া সিলেটি আঞ্চলিক
একজন সম্মানী ব্যক্তি (ধারাবাহিক) মনির আহমেদ মনির আহমেদ গ্রীন সিলেট মিডিয়া সিলেটি আঞ্চলিক
নামাজ পড়ো মনির আহমেদ মনির আহমেদ গ্রীন সিলেট মিডিয়া সিলেটি আঞ্চলিক
কোরবানি শুয়েব আহমেদ লামিন শুয়েব আহমেদ লামিন শুয়েব আহমেদ লামিন সিলেটি আঞ্চলিক
চাচার ফেতরামি বিপ্লব হোসেন বিপ্লব হোসেন শুয়েব আহমেদ লামিন সিলেটি আঞ্চলিক
এ কেমন দোকানদার শুয়েব আহমেদ লামিন শুয়েব আহমেদ লামিন শুয়েব আহমেদ লামিন সিলেটি আঞ্চলিক
হ্যাপি নিউ ইয়ার শুয়েব আহমেদ লামিন শুয়েব আহমেদ লামিন শুয়েব আহমেদ লামিন সিলেটি আঞ্চলিক
১০ লেভেল নাই মামুন হোসেন মামুন হোসেন শুয়েব আহমেদ লামিন সিলেটি আঞ্চলিক
১১ শব্দ দূষণ ম্যানশন বাংলা (দলীয়) ম্যানশন বাংলা (দলীয়) ম্যানশন বাংলা সিলেটি আঞ্চলিক
১২ ফেছকুর মনির আহমেদ মনির আহমেদ ম্যানশন বাংলা সিলেটি আঞ্চলিক
১৩ গোলমাল মনির আহমেদ মনির আহমেদ ম্যানশন বাংলা সিলেটি আঞ্চলিক
১৪ পাগলা ভক্ত মনির আহমেদ মনির আহমেদ ম্যানশন বাংলা সিলেটি আঞ্চলিক
১৫ প্রকৃত বন্ধু আব্দুল্লাহ আল নোমান মনির আহমেদ ম্যানশন বাংলা সিলেটি আঞ্চলিক

চলচ্চিত্র[edit]

বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক নোট সূত্র
২০২৩ বিধবা-দ্যা উইডো বোনের ভাই জিএম ফুরুখ নির্মাধীন

সংগীত জীবন[edit]

গীত সংগীতের তালিকা[edit]

সংখ্যা গান সুর সংগীত কন্ঠশিল্পী লেবেল প্রযোজক অবস্থিত
কলিজা আঙ্গার আকাশ চৌধুরী জে ইছলাম আকাশ চৌধুরী মাটির খাঁচা দানেশ আলী আসাম
অন্তর করলি ছাই আকাশ চৌধুরী নাজমুল হক আকাশ চৌধুরী আকাশ মিউজিক স্টেশন বাবলু চৌধুরী আসাম
তোমার ফটো শাহীন নুর আকিক হারুন আকিক হারুন আকিক হারুন মিউজিক আকিক হারুন যুক্তরাজ্য
মনের দখল ছহিদুল ইছলাম জে ইছলাম মিজান এফএফ মিউজিক কোম্পানি মিজান আসাম
অন্তর পুড়ে মিজান জে ইছলাম মিজান এফএফ মিউজিক কোম্পানি মিজান আসাম
আমার বাড়ি আইসো সখি কবি শাহিন আলম জে ইছলাম মিজান এফএফ মিউজিক কোম্পানি মিজান আসাম
মাঝির দুঃখের সংসার আরজে রুবেল শিবলু মাহমুদ রাজু মন্ডল এনকে মিউজিক গ্যালারী সৈয়দ নাসের খালেক যুক্তরাষ্ট্র
দুঃখের সংসার আরজে রুবেল শিবলু মাহমুদ রনি বাউল এনকে টিউন ২৪ সৈয়দ নাসের খালেক যুক্তরাষ্ট্র
মায়ার পাখি এমএইচ মোশারফ এমএইচ মোশারফ জেএস সজিব দোস্ত মিউজিক অফিসিয়াল নাসের খান ভারত

গীত গজলের তালিকা[edit]

সংখ্যা গজল সুরকার শব্দ গঠন কন্ঠশিল্পী লেবেল অবস্থিত
কোথায় হবে ঠিকানা শাহীন ইসলাম মো. হুজাইফা/শামিম আরমান আবু রায়হান নাশীদ ফিল্ম বাংলাদেশ
তোমার মায়ায় পড়েছি শাহীন ইসলাম N.N আবু রায়হান নাশীদ ফিল্ম বাংলাদেশ
রবের দেওয়া নিয়ামাত শাহীন ইসলাম মো. হুজাইফা/শামিম আরমান মোয়াজ আলী নাশীদ ফিল্ম বাংলাদেশ
মাটির খবর জাকির এইচ জাকির এইচ জাকির এইচ মুক্তকুড়ি স্টুডিও বাংলাদেশ
১৬ই ডিসেম্বর জাকির এইচ ফজলুল করিম ফজলুল করিম মোহাম্মদ ফজুল করিম সৌদি আরব

সাহিত্য জীবন[edit]

ছোটোবেলা থেকেই কবি শাহিন বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট হোন। তিনি ছোটো বেলা থেকেই ছড়া-কবিতা লিখতে শুরু করেন। তিনি আলাদা একটি খাতাতে ছড়া-কবিতা লিখেছিলেন। যাতে প্রায় ২০টিরও বেশী ছড়া-কবিতা ছিলো। কিন্তু উক্ত খাতাটি হারিয়ে যায়। যার ফলে তিনি খুব কান্নাকাটি করেছিলেন সেই সময়। নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় সংবাদপত্র অগ্রবাণী প্রতিদিন এর সাহিত্য পাতায় তার প্রথম প্রতিভা নামের কবিতা প্রকাশ পায়।

সংগঠন[edit]

তিনি সাহিত্য সংগঠন হিলফুল ফুযুল সাহিত্য কানন-হিফুসাকাতে সদস্য হিসেবে যোগদান করেন, পরবর্তী বছরে তিনি আইন বিষয়ক সম্পাদক হিসেবে ছিলেন। বর্তমানে তিনি সাহিত্য সংগঠনটিতে সাবেক সদস্য হিসেবে আছেন। পরবর্তীতে তিনি ইসলামি সংগীত ধারার সংগঠন মুক্তকুড়ি শিল্পীগোষ্ঠীতে সদস্য হিসেবে যোগদান করেন।

তথ্যসূত্র[edit]

বহিঃসংযোগ[edit]

Category[edit]