BTEC Bijoy 71 by miraz
Script error: No such module "AfC submission catcheck".
![](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/27/BTEC_Bijoy_71_by_miraz.jpg/300px-BTEC_Bijoy_71_by_miraz.jpg)
১৯৭১ সালের মহান মুক্তি সংগ্রামে বাংলার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মূর্ত প্রতীক ও মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা চেতনা স্মরণে বিটেকে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ "বিজয় একাত্তর"। ক্যাম্পাসের মুক্তমঞ্চ ছয়দফার কৌণিক বিপরীত দূরত্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটি। এই স্থাপনাটিতেও ছোঁয়া লেগেছে ভাস্কর্যশিল্পী সৈয়দ সাইফুল কবীর রঞ্জুর সুনিপুণ হাতের।
"বিজয় একাত্তর" এর কেন্দ্রে রয়েছে রাইফেল-পতাকা হাতে একজন বীর মুক্তিযোদ্ধার স্টেনশিল কাটের নজরকাড়া বিপ্লবী ভঙ্গিমা। স্মৃতিস্তম্ভের ডানপার্শ্বে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক ও সর্বস্বত্যাগী সংগ্রামী মহানেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের তেজোদীপ্ত ভাষণের কারুকার্য খচিত ফলক। আর বামপার্শ্বে রয়েছে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ দেশমাতৃকার বীর সন্তানদের মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ সময়কালের টেরোকোটায় ফুটিয়ে তোলা সুচারু নকশা।
স্মৃতিস্তম্ভের পাদদেশে ও বেদীতে আঁকা হয়েছে কালো রঙয়ের বর্ডার যা ভাষা আন্দোলন ও স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগ, দুঃখ ও শোকের প্রতীক আর স্টেনশিল কাটের বীর সৈনিকের নিচে শ্বেতবর্ণের মার্বেল পাথরে লাল-সবুজ হরফে লেখা "বিজয় একাত্তর" শান্তি ও দেশের পতাকা প্রতিনিধিত্বকারক রুপে আবির্ভূত। আধুনিক দৃষ্টিনন্দন এ স্থাপত্যটির সম্পূর্ণ বেদীর বাইরের দৈর্ঘ্য ৭১ ফুট, ভিতরের দৈর্ঘ্য ৬৯ ফুট এবং প্রস্থ ৫২ ফুট।
যেটি বাংলাদেশের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান ও ভাষা আন্দোলন সময়কালের পরিচায়ক। ২১ শে ফেব্রুয়ারীর সাথে মিল রেখে মূল বেদীর পরিমাপ রাখা হয়েছে ২১ ফুট। টেরোকোটার অংশ ৯ ফুট। স্থাপনাটির উচ্চতা ২৩ ফুট যার সামনের সাদা স্তম্ভের অংশটুকু ৭ ফুট আর স্টেনশিল কাটের বীর সৈনিকের অংশটুকু ১৬ ফুট। সংখ্যার হিসেবে যেগুলো যুদ্ধের সময়কাল, ৭ মার্চ ও বিজয় দিবসের মতো অম্লান স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়।
আধুনিক স্থাপত্যকলার অন্যতম নিদর্শন "বিজয় একাত্তর"। এর নির্মাণ কাজ শুরু হয় ২০১৩ সালের ডিসেম্বরে এবং শেষ হয় ২০১৪ সালের নভেম্বরে। দূর থেকে দেখলে মনে হয় খোলা আকাশের নিচে বীর সৈনিক বিজয়ীর বেশে নির্ভীক প্রহরীর মতো স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাতের বেলায় বীর সৈনিকের উপর র্যাডিশ আলোর প্রক্ষেপণ স্থাপত্যজুড়ে এক ভিন্ন আবহের সৃষ্টি করে।
References[edit]
This article "BTEC Bijoy 71 by miraz" is from Wikipedia. The list of its authors can be seen in its historical and/or the page Edithistory:BTEC Bijoy 71 by miraz. Articles copied from Draft Namespace on Wikipedia could be seen on the Draft Namespace of Wikipedia and not main one.