You can edit almost every page by Creating an account. Otherwise, see the FAQ.

Lalar Bangla

From EverybodyWiki Bios & Wiki

Script error: No such module "Draft topics". Script error: No such module "AfC topic".

লালার বাংলা: বরাক উপত্যকার অন্যতম জনপ্রিয় ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক শিক্ষনীয় নাটক দেখতে পাওয়া যায়। 2020 সাল থেকে যাত্রা শুরু "একুশে নির্বাচন" নাটক দিয়ে। নাটকটি মুক্তি পাওয়ার শুরুতেই বরাক উপত্যকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আবু তাহেল চৌধুরী। এরপর আবু তাহের জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। কখনোই তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর লালার বাংলা চ্যানেলে একে একে মুক্তি পায় "পিছলা বারইছে" "সরকুম আলি কুড়িয়া" দামান্দ খাবানি, ইংলিশ মাস্টার, খেলা হবে, ভেজালি সরকুম, ইত্যাদি শিক্ষনীয় নাটক । পরিচালক : কবির আহমেদ বড়ভূইয়া প্রযোজক: রাহুল হুসেন বড়ভূইয়া সম্পাদক: আবু তাহেল চৌধুরী চিত্রগ্রাহক : রণজিৎ দাশ সবচেয়ে জনপ্রিয় নাটক: দামান ইঞ্জিনিয়ার। চ্যানেলের প্রতিষ্ঠা বর্ষ: ২০২০ অন্যান্য অভিনেতা তারেক আজিজ বড়ভূইয়া মিরজান হোসেন বড়ভূইয়া, সামাদ উল্লাহ বড়ভূইয়া, সাজু চৌধুরী, জাবেদ হোসেন বড়ভূইয়া, রাজু আহমেদ বড়ভূইয়া, দিলোয়ার হুসেন বড়লস্কর, ছবির আহমেদ বড়ভূইয়া সুলেমান খলিল আহমেদ লস্কর, সজল আহমেদ বড়ভূইয়া মকবুল হোসেন বড়ভূইয়া জাকির হোসেন বড়ভূইয়া আব্দুল হাকিম চৌধুরী আলিম উদ্দিন চৌধুরী সজির আহমেদ বড়ভূইয়া আনোয়ার হোসেন চৌধুরী সাহার আলম চৌধুরী মারুফ আলাম চৌধুরি তামিম আকমল চৌধুরি আবু হানিফ চৌধুরী ইত্যাদি নাটকের ধরন: সামাজিক সংস্কৃতিক বিভিন্ন কুসংস্কারকে সমাজকে মুক্ত, আবেগিক, বিনোদন মূলক শিক্ষণীয় ইত্যাদি।

References[edit]


This article "Lalar Bangla" is from Wikipedia. The list of its authors can be seen in its historical and/or the page Edithistory:Lalar Bangla. Articles copied from Draft Namespace on Wikipedia could be seen on the Draft Namespace of Wikipedia and not main one.