You can edit almost every page by Creating an account. Otherwise, see the FAQ.

Shahriar Pramanik

From EverybodyWiki Bios & Wiki

Script error: No such module "AfC submission catcheck".


File:Vaipp

শাহরিয়ার প্রামাণিক বাংলাদেশের একজন তরুণ লেখক ও অনলাইন এক্টিভিস্ট। ১৯৯৪ সালের ৭ সেপ্টেম্বর গাইবান্ধা জেলার পশ্চিম বারবলদিয়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর দাদা একজন পুলিশের বড় কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এক সম্মুখ যুদ্ধে শহিদ হয়ে যান। তাঁর বাবা একজন হিফজুল কোরান। মা গৃহিণী। দুই বোন শিক্ষকতা পেশায় আছেন। তাঁর ছোট ভাই তৌফিকুর প্রামাণিকও নিয়মিত লেখালেখি করেন। শাহরিয়ার প্রামাণিক ফেইসবুকে অনিয়মিতভাবে বিভিন্ন জীবনমুখী লেখা লিখে থাকেন। বর্তমানে শিক্ষকতা পেশার পাশাপাশি লেখালেখি করছেন। ভবিষ্যতে লেখালেখিকেই মূল পেশা হিসেবে বেছে নিতে চান। শিক্ষাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

তার প্রতিষ্ঠিত একটি লাইব্রেরি রয়েছে। যেখানে প্রায় হাজারখানের বইয়ের সমারোহ রয়েছে।

তাঁর বিখ্যাত কিছু উক্তিঃ

১. জীবন যার যার তার তার। His his, whose whose থিউরিতে জগত চলে।

২. গিভ এন্ড টেইক থিউরি আপনি ভুলে গেলে জগতও আপনাকে ভুলে যাবে।

৩. সুসময়ে অসংখ্য শুভাকাঙ্ক্ষী পাওয়া যায়; অসময়ে সংখ্যাটা নগন্য।

৪. জগত এক মোহে চলে; অসুস্থ হলে মোহ কেটে গিয়ে আমরা সৃষ্টিকর্তার কৃপার আশায় থাকি। সুস্থ হলেই আবার মোহ চলে আসে। জগতে নির্মোহ বলে কিছু নাই।

৫. কাউকে অতিরিক্ত স্বাধীনতা দেওয়ার অর্থ তাকে মিথ্যেবাদী বানানো। হয় সে মিথ্যে বলবে না হয় সে আপনাকে ঠকাবে।

৬. প্যান্ট পরে চেইন না লাগানো যে কথা- প্রেম করে তাকে বিয়ে না করা একই কথা।

৭. মেয়েরা সুনিপুণভাবে মিথ্যে বলতে পারে; পুরুষরা সুনিপুণভাবে প্রতারণা। প্রতারণা মিথ্যেরই একটি অংশ।

৮. জীবন নিয়ে অতিরিক্ত ভাবলে হতাশা আসে। ধর্মে হতাশ হওয়া পাপ। আবার আশা নিয়ে নিরাশ হলে জীবনটারে বিষাক্ত লাগে।

৯. মেয়েদের প্রতি ছেলেদের প্রথম আকর্ষণটা বেশিরভাগ ক্ষেত্রেই আসে শরীর থেকে; দীর্ঘদিন থাকার পরে য�

১০. এখনকার সবকিছু বাণিজ্যিক; শুধু বাবা মার ভালোবাসাটা অবাণিজ্যিক।

১১. পকেটে টাকা আসলে অসুস্থ শরীরেও শক্তি আসে; আর না থাকলে সুস্থ শরীরও অসুস্থ হয়ে যায়।

১২. জগত চলে বিশ্বাসের উপরে; বিশ্বাস না থাকলে সব ধ্বংস হয়ে যেতো। যেমন- সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস।

১৩. কাউকে প্রথম আমরা বিচার করি পোশাক দেখে; এরপর আচরণ।

১৪. রুচিশীল মেয়েরা ছেলেদের প্রথমে পায়ের দিকে তাকায়। এরপর তাকায় মুখের দিকে। এরপর বাকি অঙ্গ। ছেলেদের কথাটা উহ্য থাকলো।

১৫. জগতে সবাই সবাইকে বিচার করে সাফল্য দেখে; প্রচেষ্টা সেখানে অবহেলিত।

১৬. দশ বছরের প্রেম ও ছোট্ট একটা ঝড়ে ভেঙ্গে যায়। হতাশ হওয়ার কিছু নেই। কারো কারো বিয়ের দিনেই স্বামী মারা যায়। কেউ কেউ এক বছরের মাথাতেই ডিভোর্সের শিকার হয়। জগত নির্মম। গিভ এন্ড টেইক থিউরিতে চলে।

১৭. জগতে আবেগের সাময়িক দাম আছে কিন্তু বাস্তবতায় এর স্থান নেই।

১৮. জগতে তোমাকে করুণা করার অনেক লোক পাবে; সাহায্য করার লোক খুবই অল্প।

References[edit]


This article "Shahriar Pramanik" is from Wikipedia. The list of its authors can be seen in its historical and/or the page Edithistory:Shahriar Pramanik. Articles copied from Draft Namespace on Wikipedia could be seen on the Draft Namespace of Wikipedia and not main one.