Salim reza journalist
Bold text Script error: No such module "AfC submission catcheck".
সেলিম রেজা বাংলাদেশের সাংবাদিক এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সবুজ দিন পত্রিকার সম্পাদক
শিক্ষালয় ঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়
পেশায়ঃ সাংবাদিক ও সম্পাদক
কর্মজীবন ঃ ১৯৮৮-থেকে বর্তমান
নিয়োগকারী ঃ দৈনিক সবুজদিন
আদি নিবাসঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন।
দাম্পত্য সঙ্গীঃ ফারজানা ইয়াসমিন মিলি সন্তান সারজিনা তাজনিন রিয়া, সাকিব শাহরিয়ার ও সাজিদ আবরাজ সিয়াম ।
প্রাথমিক জীবনঃ
সেলিম রেজা বাগেরহাট জেলা মংলা উপজেলার সেন্ট পলস উচ্চ বিদ্যালয় থেকে এস,এস, সি। চট্রগ্রামের ওমরগণি এম,ই,এস কলেজ থেকে এইচ,এস,সি এবং ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ।
কর্মজীবন আশির দশকের শেষভাগে সাহিত্য চর্চার মধ্য দিয়ে সংবাদপত্রের সাথে পরিচয় ঘটে, এরপর নব্বই দশকের গোড়ার দিকে চট্টগ্রামের খাগড়াছড়ির সাপ্তাহিক গিরিবার্তা ও চট্টগ্রামের আজাদী পত্রিকার মধ্যে মূল সাংবাদিকতায় প্রবেশ। ১৯৯০-৯১ কলেজ শিক্ষাবর্ষে চট্টগ্রামের শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতার অবস্থান করে নেয়াসহ পরবর্তীতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মুক্তকন্ঠ, বাংলাবাজার, ভোরের ডাক, ও শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ইত্তেফাকের সাংবাদিকতায় বর্ণাঢ্য জীবন অতিবাহিত করেন, সেলিম রেজা । বেসরকারি টেলিভিশন চ্যানেল এ,টি,এন বাংলায় ও দীর্ঘ সাংবাদিকতার দায়িত্ব পালন করেন, বর্তমানে তিনি দৈনিক সবুজদিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন । তিনি সংবাদপত্র সংশ্লিষ্ট ও পেশাগত বেশকিছু সংগঠন ও কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য। পারিবারিক জীবনে সেলিম রেজার স্ত্রী ফারজানা ইয়াসমিন মিলি একজন শিক্ষিকা , সেলিম রেজা দম্পতির এক কন্যা সারজিনা তাজনিন রিয়া ,দুই সন্তান শাকিব শাহরিয়ার, ও সাজিদ আবরাজ সিয়াম।
এছাড়া তার বাহ্যিক
ইউটিউব
ফেসবুক
ইনস্টাগ্রাম
টুইটার
ব্যক্তিগত ওয়েবসাইট একাউন্ট রয়েছে।[edit]
References[edit]
This article "Salim reza journalist" is from Wikipedia. The list of its authors can be seen in its historical and/or the page Edithistory:Salim reza journalist. Articles copied from Draft Namespace on Wikipedia could be seen on the Draft Namespace of Wikipedia and not main one.