Mushahid Ali
হজরত হাফেজ মুশাহিদ আলী (اندھا حافظ حضرت مشاہد علی بارگاتّی; ১৯০৯ - ১ আগস্ট ২০০৪) যিনি বারগাত্তার আন্ধা হাফেজ সাহেব নামেও মশহূর ছিলেন একজন বাঙ্গালী আলেমে দীন ও ক্বারী। তিনি ছিলেন হজরত কুতুবুল আকতাব আবূ ইঊসুফ শাহ মুহম্মদ ইয়াকূব বদরপূরী বুন্দাশিলী (রঃ) সাহেবের অন্যতম খলীফা।তাছাড়া আন্ধা হাফেজ সাহেব ছিলেন নয়াবাজার (মুশাহিদিয়া) হাফেজিয়া ও ইবতেদায়ীয়া মাদ্রাসার বানী।
হজরৎ আন্ধা হাফেজ সাহেব ১৯০৯ মসীহী সালে পয়দা হন।তিনি ছিলেন জকিগঞ্জ থানার উত্তরকূল রাঢ়ী গাঁয়ের অন্যতম বাঙ্গালী সুন্নী খান্দানের সাহেবজাদা। স্থানীয়ে মক্তবে পড়ালেখার বাদে তিনিসাত বছর বয়সে জকিগঞ্জের কসকনকপূরের মোকাম মসজিদে হাফেজ আব্দুল বারী কসকনকপূরী (রঃ) সাহেবের কদমে কুরআন শরীফের হেফজ করার লাগিয়া দাখিল হন। সেসময় তিনি মোকাম মসজিদের ইমাম সাহেবের দায়িত্ত্ব পালন করেছিলেন। হেফজ খতম হয়ে হজরৎ আন্ধা হাফেজ সাহেব (রঃ) হাফেজ আব্দুল বারী কসকনকপূরী সাহেবের অধীনে দওরাহ তালীম শুরূ করেছিলেন। আন্ধা হাফেজ সাহেব উস্তাদের নির্দেশে সেসময় পাশাপাশি মাহমূদ আলী সাহেবের বাংলাঘরে ছেলেমেয়েদেরকে কুরআন শরীফের তালীম দিতেন। তার বাদে হজরৎ আন্ধা হাফেজ সাহেব নোয়াগ্রাম পঞ্জেগানা মসজিদের ইমাম হন। এই দায়িত্ত্ব পালন করে হজরৎ আন্ধা হাফেজ সাহেব সড়কের বাজার ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসায় চলে যান যেখানে তিনি নয় বছর ইমামতি করেছিলেন।
তিনি আল্লামা আব্দুন নূর আলী গঢ়কাফনী (রঃ) সাহেবের সামনে ইলমে তরীক্বৎ তলাশ করার লাগিয়া হাজের হন। কিন্তু আল্লামা গঢ়কাফনী (রঃ) সাহেব উনাকে হজরত কুতুবুল আকতাব আবূ ইঊসুফ শাহ মুহম্মদ ইয়াকূব বদরপূরী বুন্দাশিলী (রঃ) সাহেবের কাছে যাওয়ার নির্দেশ দেন। অবশেষে হজরৎ আন্ধা হাফেজ সাহেব (রঃ) খেলাফৎ পান হজরত কুতুবুল আকতাব আবূ ইঊসুফ শাহ মুহম্মদ ইয়াকূব বদরপূরী বুন্দাশিলী (রঃ) সাহেবের কাছ থেকে। তিনি উনার কাছে ইলমে হাদীছের দরসও নিয়েছিলেন এবং বুখারী শরীফের হেফজ করা শুরু করেছিলেন। তার বাদে হজরৎ আন্ধা হাফেজ সাহেব (রঃ) ক্বারিয়ানা পড়ার লাগিয়া বর-ই-সগীরের বিখ্যাত ক্বারী হজরৎ আব্দুর রঊফ চৌধুরী করমপুরী শাহবাজপুরী (রঃ) সাহেবের কাছে চলে যান।
প্রতি বুধবারে তিনি নিজ বাড়ীতে মেহমান ও মুসাফিরদের খেদমত করতেন। স্থানীয় মুরব্বীয়ানের মদদ লৈয়া তাইন তাইনর নিজর গাঁও (উত্তরকুল-কামারগাঁও এলাকায়) মসজিদ কায়েম করছিলা। ১৯৫৯ মসীহী সালে তাইন বারগাত্তা, হাসিতলা, সোনাসার,উত্তরকুল ইত্যাদি এলাকার মুরব্বীয়ানের মদদ লৈয়া তাইন নয়াবাজার হাফেজিয়া ইবতেদায়ীয়া মাদ্রাসা কায়েম করছিলা। তখন থেকে আন্ধা হাফেজ হজরৎ মুশাহেদ আলী বারগাত্তী সাহেব মহতমিমের জিম্মাদারী মওত পর্যন্ত গ্রহণ করছিলা। তাছাড়া তাইন ১৯৯৭ মসীহী সালে উত্তরকুল দারুস সুন্নাহ মুশাহেদিয়া মাদ্রাসা কায়েম করছিলা এলাকার মুরব্বীয়ানের মদদ লৈয়া।
তাইন ইনামতির জনাব আমশাই মিঞার সাহেবজাদী মসম্মৎ মাহমূদা খানমকে শাদী করছিলা। ১ আগস্ট ২০০৪ তারীখে ৮:৪০ মিনিটে আন্ধা হাফেজ সাহেব ইন্তেকাল করছিলা।
(হজরৎ মোশাহেদ আলী (আন্ধা হাফেজ) রহঃ এর সংক্ষিপ্ত জীবন কথা, মহম্মদ সাদেকুর রহমান সাদেকী)
References[edit]
This Bangladeshi biographical article is a stub. You can help EverybodyWiki by expanding it. |