You can edit almost every page by Creating an account. Otherwise, see the FAQ.

Abdus Salam Azadi

From EverybodyWiki Bios & Wiki

শায়খ ডাঃ মোঃ আব্দুস সালাম আজাদী সাহেব (Arabic: الشيخ الدكتور محمد عبد السلام ألآزادي‎) যুক্তরাজ্যের নেতৃস্থানীয় একজন আলেম, বক্তা, লেখক এবং শিক্ষাবিদ। তিনি কুরআন ও সুন্নত একাডেমী লণ্ডনের প্রতিষ্ঠাতা মুহতামিম।

জীবনী[edit]

মোঃ আব্দুস সালাম আজাদী সাহেব মার্চ ১৯৬৯ খ্রীষ্টাব্দে ত​ৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনা বিভাগের এক সম্ভ্রান্ত বাঙ্গালী মুসলিম খান্দানে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের আল্লামা মুহাম্মদ ফখরুদ্দীন চাটগামী (রহ:) সাহেবের অন্যতম শাগরেদ। উনার কদমে পড়ালেখা সমাপ্ত করে আজাদী সাহেব সৌদি আরবে চলে যান এবং মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে হাদীছ ও তফসীর বিষয়সমূহে স্নাতক অর্জন করেন। রাজধানী রিয়াজ শহরের মালিক সৌদ বিশ্ববিদ্যালয় থেকে আরবী ভাষা শিক্ষাদানের ডিপ্লোমা অর্জন করেন। তারপর তিনি মালেশিয়ায় চলে যান যেখানে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত ভাষাতত্ত্ব বিষেয় স্নাতকোত্তর অর্জন করেন। আজাদী সাহেব মাসিক আল-হুদা নামক আরবী পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি কিছুকাল চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াত ও ইসলামিয়াত বিভাগের পরিচালক ছিলেন।

তিনি পিএইচডি করেছেন। তার গবেষণা ছিল "একামত-ই-দ্বীন ধারণাঃ আবুল আ'লা মওদূদী এবং আবুল হাসান নদবীর মতামতের মধ্যে একটি বিশ্লেষণাত্মক এবং তুলনামূলক গবেষণা"।

অবশেষে তিনি যুক্তরাজ্যে বসতি স্থাপন করেন। তিনি গোল্ডস্মিথ লণ্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিজিসিঈ (শিক্ষাদানের স্নাতকোত্তর সনদপত্র) অর্জন করেন। তিনি রাজধানী লণ্ডনের জামিয়াতুল উম্মাহ প্রতিষ্ঠানের শায়খুল লুগাত (ভাষা বিভাগের পরিচালক) ছিলেন। ২০১৫ খ্রীষ্টাব্দে তিনি সোয়ানসি জামে মসজিদ ও ইসলামী একাডেমীর পরিচালক নিযুক্ত হন। ২০২০ খ্রীষ্টাব্দে তিনি কুরআন ও সুন্নত একাডেমী লণ্ডন প্রতিষ্ঠা করেন।

References[edit]