Abdur Rahman Madani
শেখ মোহম্মদ আব্দুর রহমান মাদানী এম.এ এম.ফিল (Arabic: محمد عبد الرحمن بن أبو الحسين الشيخ المدني) যুক্তরাজ্যের নেতৃস্থানীয় একজন আলেম, বক্তা এবং ওস্তাদ।
জীবনী[edit]
শেখ মোহম্মদ আব্দুর রহমান সাহেব ১০ জানুয়ারী ১৯৭১ খ্রীষ্টাব্দে তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনা জেলার এক সম্ভ্রান্ত বাঙ্গালী মুসলিম শেখ খান্দানে জন্মগ্রহণ করেন। আবুল হোসেন শেখ উনার ওয়ালেদ। শেখ মোহম্মদ আব্দুর রহমান সাহেব হাদীছ ও তফসীর বিষয়ে কামিল পাশ করেন এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রথম স্থান অর্জন করেন। তারপর তিনি সৌদি আরবে চলে যান এবং মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবী ভাষা ও ইসলামিয়াত বিষয়সমূহে স্নাতক অর্জন করেন। ১৯৯৫ সালে তিনি আরবী ভাষা বিষেয় প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অর্জন করেন। প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে পরিচিত ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৯৯ খ্রীষ্টাব্দে প্রথম শ্রেণীর এমফিল অর্জন করেন।
আব্দুর রহমান মাদানী সাহেব চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের দীর্ঘকাল পরিচালক ছিলেন। অবশেষে তিনি যুক্তরাজ্যে বসতি স্থাপন করেন। ১৬ এপ্রিল ২০০২ তারিখ থেকেই তিনি লণ্ডনের দারুল উম্মাহ জামে মসজিদের খতীব সাহেবের জিম্মাদারী পালন করছেন। ২০০৮ খ্রীষ্টাব্দে তিনি গোল্ডস্মিথ লণ্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিজিসিঈ (শিক্ষাদানের স্নাতকোত্তর সনদপত্র) অর্জন করেন। তিনি রাজধানী লণ্ডনের জামিয়াতুল উম্মাহ প্রতিষ্ঠানের মুহতামিম ছিলেন। বর্তমানে উনার পিহেইচডি চলছে। তাছাড়া তিনি চ্যানেল এস-এর ইসলাম এসেন্সিয়েল ও রমজান এসেন্সিয়েল অনুষ্ঠানগুলোর উপস্থাপকও ছিলেন।
তাছাড়া তিনি গ্লোবাল এইড ট্রাস্টের সভাপতি, দাওয়াতুল ইসলাম (যুক্তরাজ্য ও আয়ারল্যাণ্ড)-এর কার্যনির্বাহী সদস্য এবং টিভি ওয়ানের পরিচালক। বাংলাস্থ ২০০৭ সালের সিডর ঘূর্ণিঝড়ের কারণে তিনি ব্যারিস্টার রেজওয়ান হোসেন এবং জনাব আব্দুল জলীল মিয়ার সাথে খাবার, পানি ও বস্ত্র বিতরণ করেন ক্ষতিগ্রস্থ বাঙ্গালীদের জন্য। তিনি এক লাখ কুরআন শরীফ বাংলা তরজমাসহ মুসহাফ বিতরণের কাজে উল্লেখযোগ্য ভূমিকে রেখেছিলেন। তেরো বছর ধরে জামিয়াতুল উম্মাহর প্রতি উনার জজবা, উৎসর্গ এবং খেদমতের জন্য তিনি এক্সেল কমিউনিটি অ্যাওয়ার্ড ২০১৬ খ্রীষ্টাব্দে অর্জন করেছিলেন।